ইসলামের মৌলিক ভিত্তি ও মূল বুনিয়াদি বিষয়।

ইসলামের মৌলিক ভিত্তি ও মূল বুনিয়াদি বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল। এই আলোচনার মাধ্যমে ইসলামের মৌলিক ও মূল বুনিয়াদি বিষয়ে অবগত হবেন। 

ইসলামের মৌলিক ভিত্তি ও মূল বুনিয়াদি বিষয়।

ইসলাম ধর্মের মূল বুনিয়াদি বিষয়। 

ইসলাম ধর্মের মূল বুনিয়াদি বিষয় আল্লাহ্‌ বা ঈশ্বর সম্পর্কে সঠিক ধারণা রাখা। যেমন আল্লাহ্‌ এক ও অদ্বিতীয়। আল্লাহ্‌র পরিবার নেই, আল্লাহ্‌র স্বামীর বা স্ত্রীর প্রয়জন নেই। কোন মানুষ আল্লাহ্‌র মূর্তি বানাতে পারে না ও আল্লাহ্‌ কে ভেবে কোন মূর্তিকে উপাসনা করতে পারে না। 

পবিত্র কোরআনে আল্লাহ্‌ বলেন যে আমি মানুষের যে কোন পাপ ক্ষমা করে দিতে পারি কিন্তু আমার সঙ্গে কাউকে শরীক করলে আমি সেই পাপ ক্ষমা করব না। ইসলামের মূল বুনিয়াদি বিষয় আল্লাহ্‌র সঙ্গে কোন কিছুকে শরীক করা চলবে না। কারন আল্লাহ্‌র সঙ্গে কারও সমতুল্য করা সব থেকে বড় পাপ। 


এই আর্টিকেল গুলি পড়ুন।

ইসলাম ধর্মের মৌলিক ভিত্তি। 

ইসলাম ধর্মের মৌলিক ভিত্তি পাঁচটি। 
  1. কলেমা—শপথ বাক্য যে আল্লাহ্‌ ছাড়া সত্য কোন এলাহ বা মাবুদ নেই, আর মহাম্মাদ (সাঃ) আল্লাহ্‌র রাসুল ও বান্দা।
  2. প্রতি দিন ও রাত পাঁচ ওয়াক্ত সালাত-নামাজ বা প্রার্থনা করা।
  3. রমযান মাসে এক মাস সিয়াম বা রোযা পালন করা।
  4. বেশী টাকা বা সম্পত্তি থাকলে যাকাত প্রদান করা।
  5. সামর্থ্য থাকলে হজ্ব পালন।
এই পাঁচটি বিষয় ইসলাম ধর্মের মৌলিক ভিত্তি।