নতুন কাপড় পরিবার দোয়া।

কাপড় পরিবার দোয়া, নতুন কাপড় পরিবার দোয়া, ও কাউকে নতুন কাপড় পরিধান করতে দেখলে যে দোয়া পাঠ করতে হয়। এই তিন রকমের কাপড় পরিবার দোয়া দেওয়া হয়েছে।

নতুন কাপড় পরিবার দোয়া।

কাপড় পরিবার দোয়া। Kapor Poridhaner Doya.

কাপড় পরিবার দোয়া।

উচ্চারণ:- আল হামদু লিল্লা-হিল্লাযী কাসা-নী হা-যা ওরাজাকানিহী মিন গায়রি হাওলিম মিননী অলা কুউওয়াহ।

অর্থ:- সেই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাকে এই কাপড় পরিয়েছেন এবং আমার নিজস্ব কোন শক্তি ও চেষ্টা ছাড়াই তা আমাকে দান করেছেন।

নতুন কাপড় পরিবার দোয়া। Notun Kapor Poribar Doya.

নতুন কাপড় পরিবার দোয়া।

উচ্চারণ:- আল্লাহুম্মা লাকাল হামদু আন্ত কসাউতানিহ, আস আলুকা মিন খাইরিহী অ খাইরি মা সুনিয়া লাহ, অ আউযু বিকা মিন সার্রিহি অ সার্রী মা সুনিয়া লাহ।

অর্থ:- হে আল্লাহ! তোমারই নিমিত্তে সমস্ত প্রশংসা, তুমি আমাকে এই নতুন কাপড় পরালে, আমি তোমার নিকট এর কল্যাণ এবং এ যার জন্য প্রস্ত্তত করা হয়েছে তার কল্যাণ প্রার্থনা করছি। আর এর অকল্যাণ এবং যার জন্য এ প্রস্ত্তত করা হয়েছে তার অকল্যাণ থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি।

কাউকে নতুন কাপড় পরতে দেখলে যে দোয়া। Keu Notun Kapor Porile je Doya.

কাউকে নতুন কাপড় পরতে দেখলে যে দোয়া।

কেউ নতুন কাপড় পরেছে দেখলে তাকে সম্মোধন করে এই দোয়া বলতে হয়।
উচ্চারণ:- ইলবাস জাদীদাউ ওইস হামিদাউ অ মুত শহীদ।

অর্থ:- নতুন কাপড় পরিধান কর, প্রশংসনিয়ভাবে জীবন কাটাও এবং শহীদ হয়ে মৃত্যুবরণ কর।

কাপড় খোলার সময় - বিসমিল্লাহ - ।

এই আর্টিকেল গুলো পড়ুন।