৮১ নং সূরা আত-তাকভীর বাংলা উচ্চারণ | সূরা আত-তাকভীর বাংলা অনুবাদ | সূরা আত-তাকভীর PDF Download.

সূরা আত-তাকভীর কোরআন মাজিদের ৮১ নম্বর সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ২৯ টি। সূরা আত-তাকভীর এর বাংলা অর্থ - অন্ধকারাচ্ছন্ন। সূরা আত-তাকভীর মক্কায় অবতীর্ণ হয়েছে। 

নীচে সূরা আত-তাকভীর এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে। এর সঙ্গে সূরা আত-তাকভীর এর বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ ডাউনলোড করার লিংক দেওয়া আছে। 

৮১ নং সূরা আত-তাকভীর বাংলা উচ্চারণ ও অনুবাদ | Surah At-Takwir in Bangla PDF Download

সূরা আত-তাকভীর আরবী উচ্চারণ। Surah At-Takwir Arabic.

1. إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ
2. وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ
3. وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ
4. وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ
5. وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ
6. وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ
7. وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ
8. وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ
9. بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ
10. وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ
11. وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ
12. وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ
13. وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ
14. عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ
15. فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ
16. ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ
17. وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ
18. وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ
19. إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
20. ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ
21. مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ
22. وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ
23. وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ
24. وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ
25. وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَٰنٍ رَّجِيمٍ
26. فَأَيْنَ تَذْهَبُونَ
27. إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَ
28. لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
29. وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ

সূরা আত-তাকভীর বাংলা উচ্চারণ। Surah At-Takwir Bangla Uccharon.

১) ইযাশশামছুকুওবিরাত।
২) ওয়া ইযাননুজূমুন কাদারাত।
৩) ওয়া ইযাল জিবা-লুছুইয়িরাত।
৪) ওয়া ইযাল ‘ইশা-রু ‘উত্তিলাত।

৫) ওয়া ইযাল উহূশু হুশিরাত।
৬) ওয়া ইযাল বিহা-রু ছুজ্জিরাত।
৭) ওয়া ইযাননুফূছুঝুওবিজাত।
৮) ওয়া ইযাল মাওঊদাতুছুইলাত।

৯) বিআইয়ি যামবিন কুতিলাত।
১০) ওয়া ইযাসসুহুফুনুশিরাত।
১১) ওয়া ইয়াছ ছামাউ কুশিতাত।
১২) ওয়া ইযাল জাহীমুছু‘‘য়িরাত।

১৩) ওয়া ইযাল জান্নাতুউঝলিফাত।
১৪) ‘আলিমাত নাফছুম মাআহদারাত।
১৫) ফালা উকছিমুবিলখুন্নাছ।
১৬) আল জাওয়া-রিল কুন্নাছ।

১৭) ওয়াল্লাইলি ইযা-‘আছ‘আছ।
১৮) ওয়াসসুবহিইযা-তানাফফাছ।
১৯) ইন্নাহূলাকাওলুরাছূলিন কারীম।
২০) যী কুওওয়াতিন ‘ইনদা যিল ‘আরশি মাকীন।

২১) মুতা-‘ইন ছাম্মা আমীন।
২২) ওয়া মা-সা-হিবুকুম বিমাজনূন।
২৩) ওয়া লাকাদ রাআ-হু বিলউফুকিল মুবীন।
২৪) ওয়ামা-হুওয়া ‘আলাল গাইবি বিদানীন।

২৫) ওয়ামা-হুওয়া বিকাওলি শাইতা-নির রাজীম।
২৬) ফাআইনা তাযহাবূন।
২৭) ইন হুওয়া ইল্লা-যিকরুল লিল‘আ-লামীন।
২৮) লিমান শাআ মিনকুম আইঁ ইয়াছতাকীম।
২৯) ওয়ামা-তাশাঊনা ইল্লাআইঁ ইয়াশাআল্লা-হু রাব্বুল ‘আ-লামীন।

সূরা আত-তাকভীর বাংলা অনুবাদ। Surah At-Takwir Bangla Onubad.

১) যখন সূর্য আলোহীন হয়ে যাবে,
২) যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,
৩) যখন পর্বতমালা অপসারিত হবে,
৪) যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;

৫) যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,
৬) যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
৭) যখন আত্মাসমূহকে যুগল করা হবে,
৮) যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,

৯) কি অপরাধে তাকে হত্য করা হল?
১০) যখন আমলনামা খোলা হবে,
১১) যখন আকাশের আবরণ অপসারিত হবে,
১২) যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে

১৩) এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,
১৪) তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।
১৫) আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
১৬) চলমান হয় ও অদৃশ্য হয়,

১৭) শপথ নিশাবসান ও
১৮) প্রভাত আগমন কালের,
১৯) নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী,
২০) যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,

২১) সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।
২২) এবং তোমাদের সাথী পাগল নন।
২৩) তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।
২৪) তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।

২৫) এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।
২৬) অতএব, তোমরা কোথায় যাচ্ছ?
২৭) এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ,
২৮) তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।
২৯) তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।

সূরা আত-তাকভীর পিডিএফ ডাউনলোড। Surah At-Takwir PDF Download.

সূরা আত-তাকবীর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ পিডিএফ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে সূরা আত-তাকভীর ডাউনলোড করুন। 

Download

সূরা আত-তাকভীর অডিও ডাউনলোড। Surah At-Takwir Audio Download.

সূরা আত-তাকভীর তেলাওয়াত শুনার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে সূরা আত-তাকভীর অডিও ডাউনলোড করুন। আর সূরা আত-তাকভীর এর তেলাওয়াত শুনুন। 

Download

এই সূরা গুলো পড়ুন।