সালাম ফিরানোর পর দোয়া জিকির। ফরজ নামাজের পর জিকির সমূহ pdf Download

সালাম ফিরানোর পর যে দোয়া ও জিকির গুলো পাঠ করতে হয়। সেই সকল দোয়া ও জিকির গুলো নীচে দেওয়া হয়েছে। এর সঙ্গে সমস্ত সালাম ফিরানোর পর দোয়া জিকির গুলো আরবী, বাংলা উচ্চারণ সহ পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া হয়েছে। আশা করি সালাম ফিরানোর পর সকল দোয়া ও জিকির গুলো সঠিক ভাবে আমল করবেন। 

সালাম ফিরানোর পর দোয়া জিকির। ফজর নামাজের পর জিকির সমূহ pdf Download

সালাম ফিরানোর পর দোয়া ও জিকির পর পর দেওয়া হল। 

১ নম্বর - জিকির। 



আস্তাগফিরুল্লাহ, (অর্থাৎ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি) ৩বার ।

২ নম্বর - জিকির।



আল্লা-হুম্মা আন্তাস সালা-মু অমিনকাস সালা-মু তাবা-রাকতা ইয়া যাল জালা-লি অল ইকরা-ম। 

অর্থ- হে আল্লাহ! তুমি শান্তি (সকল ত্রুটি থেকে পবিত্র) এবং তোমার নিকট থেকেই শাস্তি। তুমি বরকতময় হে মহিমময়, মহানুভব!(মুসলিম ১/৪১৪) 

৩ নম্বর - জিকির।



আল্লা-হুম্মা লা মা-নিয়া লিমা আ ত্বাইতা, অলা মু ত্বিয়া লিমা মানা’তা অলা য়্যানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। 

অর্থ- হে আল্লাহ! তুমি যা দান কর তা রোধ করার এবং যা রোধ কর তা দান করার সাধ্য কারো নেই। আর ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোন উপকারে আসবে না। (বুখারী ১/২৫৫, মুসলিম ১/৪১৪) 

৪ নম্বর - জিকির।


লা ইলা-হা ইল্লাল্লা-হু অলা না'বুদু ইল্লা ইয়্যা-হু লাহুন্নি'মাতু অলাহুল ফাযলু অলাহুস সানা-উল হাসান, লা ইলা-হা ইল্লাল্লা-হু মুখলিসীনা লাহুদ্দীনা অলাউ কারিহাল কা-ফিরূন।

আল্লাহ্‌ ব্যতীত কোন সত্য উপাস্য নেই। তার ছাড়া আমরা আর কারো ইবাদত করি না, তারই যাবতীয় সম্পদ, তারই যাবতীয় অনুগ্রহ, এবং তারই যাবতীয় সুপ্রশংসা, 'আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই। আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি, যদিও কাফেরদল তা অপছন্দ করে। (মুসলিম ১/৪১৫)

৫ নম্বর - জিকির।

سُبْحانَ الله  সুবহা-নাল্লাহ। অর্থাৎ, আমি আল্লাহর পবিত্রতা ঘোষ করছি। ৩৪ বার। َلْحَمْدُ لِله আলহামদু লিল্লা-হ। অর্থাৎ, সমস্ত প্রশংসা আল্লাহর নিমিত্তে। ৩৩ বার।  اَللهُ اَكْبَر আল্লা-হু আকবার। অর্থাৎ আল্লাহ সর্বমহান। ৩৩ বার।

তসবীহ গণনায় বাম হাত বা তসবীহ মালা ব্যবহার না করে। কেবল ডান হাত ব্যবহার করাই উত্তম।(সহীহুল জামে ৪৮৬৫ নং) 

৬ নম্বর - জিকির।

সুরা ইখলাস,ফালাক ও নাস ১ বার করে। (আবু দাউদ ২/৮৬, সহীহ তিরমিযী ১/৮, নাসাঈ ৩/৬৮)

৭ নম্বর - জিকির। 

আয়াতুল কুরসী ১বার। প্রত্যেক নামাযের পর এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাত যাওয়ার পথে পাঠকারীর জন্য আর কোন বাধা থাকে না। (সহীহুল জামে ৫/৩৩৯, সিলসিলা সহীহাহ ৯৭২) 

এই লিংকে কিলিক করে সূরা ইখলাস, ফালাক, নাস ও আয়াতুল কুরসী পাঠ ও ডাউনলোড করুন। 

ফরজ নামাজের পর জিকির সমূহ pdf Download

ফরজ নামাজে সালাম ফিরানোর পর সমস্ত দোয়া ও জিকির গুলো আরবী, বাংলা উচ্চারণ ও অর্থ সহ পিডিএফ ডাউনলোড করুন। 

Download

এই দোয়া গুলো পড়ুন।