লজ্জাস্থানের চুল কাটার নিয়ম | লজ্জাস্থানের চুল কাটার সময়।

লজ্জাস্থানের চুল কাটার হাদিস।

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “প্রকৃতিগত আচরণ (নবীগণের তরীকা) পাঁচটি অথবা পাঁচটি কাজ প্রকৃতিগত আচরণ, (১) খাত্‌না (লিঙ্গত্বক ছেদন) করা। (২) লজ্জাস্থানের চুল কেটে পরিষ্কার করা। (৩) নখ কাটা। (৪) বগলের লোম ছিঁড়া। (৫) গোঁফ ছেঁটে ফেলা।”
রিয়াদুস সলেহিন, হাদিস নং ১২১১

লজ্জাস্থানের চুল কাটার নিয়ম | লজ্জাস্থানের চুল কাটার সময়।

লজ্জাস্থানের চুল কাটার সময়ের হাদিস।

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাহাবীদের জন্য চল্লিশ (৪০) দিন অন্তর একবার নখ কাটা, গোঁফ খাটো করা এবং লজ্জাস্থানের চুল কাটার জন্য সময় নির্ধারণ করেছেন। সহীহঃ ইবনু মা-জাহ (২৯৫), মুসলিম। জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৭৫৮


এই গুলো পড়ুন।