ফেরাউনের দরবারে মুসা (আঃ) - হজরত মুসা (আঃ) নবীর জীবন কাহিনী।

মাদায়েন থেকে ফিরে খুব দ্রুত মিশরে পৌঁছে গেলেন মূসা (আ.) তারপর নিজের ভাই হজরত হারুণ (আ.) কে সাথে নিয়ে হাজির হলেন ফেরাউনের দরবারে। ফেরাউনকে তিনি আহ্বান জানালেন অসৎপথ ত্যাগ করে ঈশ্বরের পথ ধরার জন্য। 

তিনি বলেছিলেন হে ফেরাউন, আমি মহান আল্লাহর পক্ষ থেকে একজন রসুল হিসাবে এসেছি। এবং মূসা (আ.) নিজেকে তার মনোনীত দূত হিসাবে প্রকাশ করলেন সেই সাথে নিজের হাতের লাঠিকে সাপে পরিণত করে আল্লাহ প্রদত্ত মুজিজাও প্রদর্শন করলেন। 

ফেরাউনের দরবারে মুসা (আঃ)

এতে ফেরাউন তার কথা তো মানলেনই না উল্টে তাকে জাদুকর বলে বদনাম দিয়ে মিশরের জাদুকরদের মুখোমুখি হওয়ার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। 

কয়েকদিনের মধ্যেই ফেরাউনের আহ্বানে হাজার হাজার জাদুকর বিরাট ফাকা ময়দানে উপস্থিত হয়ে তাদের লাঠি এবং দড়ি দিয়ে হাজার হাজার সাপ তৈরি করে হজরত মূসা (আ.) কে জাদুর লড়াই করার জন্য আহ্বান জানালো। 

তাদের আহ্বানে সাড়া দিয়ে হজরত মূসা (আ.) সেই হাতের লাঠিটা ফেলে দিলেন অমনি বিরাট অজগরে পরিণত হয়ে জাদুকরদের সমস্ত সাপ গুলোকে খেয়ে ফেললো। এতে ভয় পেয়ে সকল জাদুকর মুসার ধর্ম গ্রহণ করলো। এতে ফেরাউন একটু দমে গিয়ে বেশ কিছুদিন চুপ থাকলেন।

আরও পড়ুন।