ফেরাউনের মৃত্যুর পরের ঘটনা - হজরত মুসা (আঃ) নবীর জীবন কাহিনী।

লোহিত সাগর পার হয়ে হজরত মূসা (আঃ) বনী ইসরাইলদের নিয়ে এফিডিম নামক একটি নির্জন প্রান্তে এসে উপস্থিত হলেন। এখানে খাদ্য পানীয় কিছু নেই উপরন্তু সূর্যের কড়া রোদে সকলে অস্থির হয়ে উঠলেন। 

মূসা (আঃ) এই সমস্যা দূর করার জন্য আল্লাহর নিকট দোয়া করলে আকাশে মেঘ এসে তাদের উপর ছায়া দিতে লাগলো এবং মান্না ও সালওয়া নামে বেহেশতী খাদ্য আসা আরম্ভ হল। 

ফেরাউনের মৃত্যুর পরের ঘটনা - হজরত মুসা (আঃ) নবীর জীবন কাহিনী।

কয়েকদিন এভাবে কেটে যাওয়ার পর যখন সকলের ক্লান্তি দূর হল তখন মূসা (আঃ) তাদের প্যালেস্টাইন নামক জনপদের দিকে অভিযান করার ঐশ্বরিক আদেশ শোনালেন। 

সেখানে তখন আমালেকা নামে একটি দুর্ধর্ষ জাতি বাস করতো। প্রথমে বনী ইসরাইলরা অস্বীকার করলেও শেষমেশ তারা রাজি হয়ে প্যালেস্টাইন অভিযান করে। 

ফলে আমালেকাদের সাথে তাদের রক্তক্ষয়ী যুদ্ধ বাধে। এই যুদ্ধে তারা শোচনীয়ভাবে পরাজিত হলে বনী ইসরাইলরা প্যালেস্টাইন দখল করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন।

আরও পড়ুন।