হজরত মুসা (আঃ) এর দেশত্যাগ - হজরত মুসা (আঃ) নবীর জীবন কাহিনী।

দেখতে দেখতে তিনি বাল্যবয়স থেকে যৌবনে পদার্পণ করলে ফেরাউনের সাথেও তার সম্পর্কের ক্রমাবনতি হতে লাগলো। 

এই সময় একদিন বা তাভর দুপুরবেলা যাওয়ার সময় দুজন লোককে দেখলেন যাদের একজন অপরজনের উপর অত্যাচার করছিল। হজরত মূসা (আ.) চেষ্টা করলেন অত্যাচারীকে বাধা দেওয়ার। 

হজরত মুসা (আঃ) এর দেশত্যাগ - হজরত মুসা (আঃ) নবীর জীবন কাহিনী।

এতে সেই লোকটি তার দিকে মারার জন্য তেড়ে এল। মূসা (আ.) নিজের আত্মরক্ষার জন্য তাকে আঘাত করতেই সে মারা গেল। এই সংবাদ ফেরাউনের কাছে পৌঁছে। 

গেলে তৎক্ষণাৎ তিনি মূসার প্রাণদণ্ডের আদেশ দিলেন। আসলে মারা যাওয়া ওই লোকটি ছিল ফেরাউনের দলের লোক। যা হোক ফেরাউনের হাত থেকে প্রাণ বাঁচাতে হজরত মুসা (আ.) মিশর ত্যাগ করে সম্পূর্ণ অজানা অচেনা পথে পাড়ি দিলেন।

আরও পড়ুন।