হজরত মুসা (আঃ) নবীর মৃত্যু - হজরত মুসা (আঃ) নবীর জীবন কাহিনী।

হজরত মুসা (আঃ) এর ইন্তেকালের তারিখ সঠিকভাবে কোথাও পাওয়া যায় না। কোনো ইতিহাসবিদ বা গবেষক এ বিষয়ে নির্ভরযোগ্য তেমন কোনো তথ্য উল্লেখ করে যাননি। 

ফলে তার মৃত্যুসন সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা গেলেও মোটামুটি আন্দাজ করা হয় যে তিনি ৫০০ খ্রিস্টপূর্বাব্দে ইহলোক ত্যাগ করেছিলেন। 

হজরত মুসা (আঃ) নবীর মৃত্যু - হজরত মুসা (আঃ) নবীর জীবন কাহিনী।

এই সংক্রান্ত ঘটনা বর্ণনায় মাইকেল এইচ হার্ট লিখেছেন মূসা (আঃ) যখন ১২০ বছর বয়সে পদার্পণ করলেন তখন আল্লাহর দৈববাণী শুনতে পেলেন— “হে আমার প্রিয় ভক্ত, তোমার পৃথিবী ছাড়ার সময় হয়েছে তুমি প্রস্তুত হও।” 

পরদিনই তিনি সমগ্র বনী ইসরাইলদের ডেকে একত্রিত করেন। তারপর নিজের চিরবিদায়ের ঘটনা জানিয়ে দেওয়ার পাশাপাশি তাদের উদ্দেশ্যে শেষ উপদেশাবলি জানিয়ে দিলেন। 

তারপর জোশুয়ার নামে তার জনৈক ভক্তের উপর বনী ইসরাইলদের পরিচালনার দায়িত্ব অর্পণ করে একটি ঘরের মধ্যে গিয়ে কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। এর কিছুক্ষণ পরেই তার পবিত্র প্রাণবায় নশ্বর দেহ ছেড়ে পরপারে পাড়ি দিল।

আরও পড়ুন।