সূরা কাহাফ এর প্রথম ও শেষ ১০ আয়াতের বাংলা উচ্চারণ সহ pdf download.
4
মুসনাদে আহমাদে রয়েছে যে, যে ব্যক্তি সূরা কাহাফ ( pdf download ) এর প্রথম দশটি আয়াত মুখস্থ, করে তাকে দাজ্জালের ফেতনা হতে রক্ষা করা হয়; জামে তিরমিযীতে সূরা কাহাফ ( pdf download ) এর তিনটি আয়াতের বর্ণনা রয়েছে।
সহীহ মুসলিমে সূরা কাহাফ ( pdf download ) এর শেষ দশটি আয়াতের বর্ণনা আছে। সুনানে নাসায়ীতে সাধারণভাবে সূরা কাহাফ ( pdf download ) এর দশটি আয়াতের বর্ণনা রয়েছে।
হাফিয যিআ' মুকাদ্দাসীর (রঃ) কিতাবুল মুখতারা’ গ্রন্থে আছে যে, ব্যক্তি জুমআর দিন সূরা কাহাফ ( pdf download ) পাঠ করবে সে আট দিন পর্যন্ত সমস্ত ফিৎনা ফাসাদ হতে নিরাপত্তা লাভ করবে। এমন কি যদি এই সময়ের মধ্যে দাজ্জালও এসে পড়ে তবে তারও ফিতনা হতে তাকে রক্ষা করা হবে।
এই আর্টিকেল গুলি পড়ুন।
সূরা কাহাফের প্রথম ১০ আয়াত। (Prothom 10 Ayat pdf download )
১) আলহামদুলিল্লা-হিল্লাযী~ আংঝালা ‘আলা-আবদিহিল কিতা-বা ওয়ালাম ইয়াজ'আল্লাহু ইওয়াজা।
২) কাইয়িমাল লিইউংযি'রা বাছাং শাদীদাম মিল্লাদুহু ওয়া ইউবাশশির মু'মিনীনাল্লাযীনা ইয়া মালুনাসসা-লিহা-তি আন্না লাহুম্ আজরান হাছানা।
৩) মা-কিছীনা ফীহি আবাদা।
৪) ওয়া ইউংযি'রাল্লাযীনা কা- লুত্তাখাযাল্লা হু ওয়ালাদা।
২) কাইয়িমাল লিইউংযি'রা বাছাং শাদীদাম মিল্লাদুহু ওয়া ইউবাশশির মু'মিনীনাল্লাযীনা ইয়া মালুনাসসা-লিহা-তি আন্না লাহুম্ আজরান হাছানা।
৩) মা-কিছীনা ফীহি আবাদা।
৪) ওয়া ইউংযি'রাল্লাযীনা কা- লুত্তাখাযাল্লা হু ওয়ালাদা।
৫) মা- লাহুম্ বিহী মিন্ ‘ইলমিওঁ ওয়ালা- লিআ বা-ইহিম্ কাবুরাত কালিমাতাং তাখরুজু মিন্ আফওয়া-হিহিম ইয় ইয়াকূ লূনা ইল্লা কাযি'বা।
৬) ফালা’আল্লাকা বা-খি'উন্নাফছাকা আলা আ-ছা-রিহিম ইল্লাম ইউ'মিনূ বিহা-যাল হাদীছি'আছাফা।
৭) ইন্না-জা‘আলনা-মা-আলাল আরদি ঝীনাতাল্লাহা- লিনাবলুওয়াহুম্ আইয়ুহুম্ আহ ছানু 'আমালা।
৮) ওয়া ইন্না- লাজা-‘ইলূনা মা-আলাইহা সা'ঈদাং জুরুঝা।
৯) আম্ হাছিবতা আন্না আসহা-বাল কাহফি ওয়ার রাকীমি কা-নূ মিন্ আ-য়া-তিনা ‘আজাবা-।
১০) ইয আওয়াল্ ফিতইয়াতু ইলাল্কাহফি ফাকা-লূ রাব্বানা আতিনা-মিল্লাদুংকা রাহ মাতাওঁ ওয়া হাইয়ি' লানা- মিন্ আমরিনা-রাশাদা।
সূরা কাহাফ প্রথম দশ আয়াত বাংলা উচ্চারণ সহ pdf download করুণ।
কাহাফের শেষ ১০ আয়াত। (Ses 10 Ayat pdf download )
১০১) আল্লাযীনা কা-নাত্ আ'ইউনুহুম্ ফী গিতা-ইন ‘আং যিকরী ওয়া কা-নূ লা ইয়াছতাতী'ঊনা ছাম'আ।
১০২) আফাহা ছিবাল্লাযীনা কাফারূ~ আই ইয়াত্তাখিযূ ‘ইবাদী মিং দূনী আওলিয়া-আ ইন্না আতাদনা- জাহান্নামা লিলকা-ফিরীনা নুঝুলা।
১০৩) কুল্ হাল নুনাব্বিউকুম বিলআখছারীনা আমা-লা।
১০৪) আল্লাযীনা দাল্লা ছা'ইউহুম ফিল হায়া তিদ্দূনইয়া- ওয়াহুম ইয়াহ'ছাবূনা আন্নাহুম ইউহ'ছিনূনা সুন আ।
১০২) আফাহা ছিবাল্লাযীনা কাফারূ~ আই ইয়াত্তাখিযূ ‘ইবাদী মিং দূনী আওলিয়া-আ ইন্না আতাদনা- জাহান্নামা লিলকা-ফিরীনা নুঝুলা।
১০৩) কুল্ হাল নুনাব্বিউকুম বিলআখছারীনা আমা-লা।
১০৪) আল্লাযীনা দাল্লা ছা'ইউহুম ফিল হায়া তিদ্দূনইয়া- ওয়াহুম ইয়াহ'ছাবূনা আন্নাহুম ইউহ'ছিনূনা সুন আ।
১০৫) উলা ইকাল্লাযীনা কাফারূ বিআ-য়া-তি রাব্বিহিম ওয়ালিকা-ইহী ফাহাবিতাত আমা-লুহুম ফালা- নুকীমু লাহুম ইয়াওমাল কিয়া-মাতি ওয়াঝনা।
১০৬) যা-লিকা জাঝা-উহুম জাহান্নামু বিমা কাফারূ ওয়াত্তাখাযু- আ-য়া-তী ওয়ারুছুলী হুঝূওয়া।
১০৭) ইন্নাল্লাযীনা আ-মানূ ওয়া ‘আমিলুসসা-লিহা তি কা-নাত্ লাহুম্ জান্নাতুল ফিরদাওছি নুঝুলা।
১০৮) খা লিদীনা ফীহা- লা-ইয়াবগূনা ‘আনহা-হি ওয়ালা।
১০৯) কু'ল লাও কা-নাল বাহ'রু মিদা-দাল লিকালিমা-তি রাব্বী লানাফিদাল বাহরু কাবলা আং তাংফাদা কালিমা-তু রাব্বী ওয়ালাও জিনা- বিমিছ লিহী মাদাদা।
১১০) কুল ইন্নামা আনা-বাশারুম মিছ লুকুম ইউহা- ইলাইইয়া আন্নামা- ইলা-হুকুম ইলা হুওঁ ওয়া হিদুং ফামাং কা-না ইয়ারজু লিকা-আ রাব্বিহী ফালইয়া মাল ‘আমালাং সা-লিহাওঁ ওয়ালা-ইউশরিক বি'ইবা দাতি রাব্বিহী- আহাদা।