সূরা আসর বাংলা উচ্চারণ সহ অর্থ। সূরা আল আসর এর তাফসীর।
সূরা আসর এর শানে নুযুল- সূরা আসর কোরআন মাজিদের ১০৩ নম্বর সূরা। এই সূরায় আয়াত সংখ্যা মোট ৩ টি। সূরা আসর মক্কাই নাজিল হয়েছে।
নীচে সূরা আসর বাংলা উচ্চারণ, অর্থ সহ ডাউনলোড করার লিংক দেওয়া হয়েছে। এর সঙ্গে সূরা আল আসরের সংক্ষেপে তাফসীর তুলে ধরা হয়েছে।
সূরা আসর আরবী উচ্চারণ।
وَٱلْعَصْرِ
إِنَّ ٱلْإِنسَٰنَ لَفِى خُسْرٍ
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوْا۟ بِٱلْحَقِّ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ
সূরা আসর বাংলা উচ্চারণ।
সূরা আল - আসরের বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে।
১) ওয়াল ‘আসর।
২) ইন্নাল ইনছা-না লাফী খুছর।
৩) ইল্লাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি ওয়া তাওয়া-সাওবিল হাক্কি ওয়া তাওয়া-সাও বিসসাবরি।
সূরা আসর বাংলা অর্থ।
সূরা আল - আসরের বাংলা অর্থ দেওয়া হয়েছে।
১) কসম যুগের (সময়ের),
২) নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
৩) কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।
সূরা আসর বাংলা উচ্চারণ ও অর্থ pdf Download.
সূরা আল - আসর বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করতে ইচ্ছুক হয়ে থাকলে। নীচে সূরা আল - আসর বাংলা উচ্চারণ ও অর্থ সহ pdf আকারে দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে সূরা আল - আসর বাংলা উচ্চারণ ও অর্থ ডাউনলোড করতে পারবেন।
সূরা আসর mp3 Download.
সূরা আসর mp3 Download করতে ইচ্ছুক হলে নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে সূরা আসর mp3 Download করতে পারবেন। সূরা আসর mp3 শূনে সূরা শুদ্ধ ও মুখস্থ করা হয়। সূরা আসর mp3 Download করুণ।
সূরা আল আসর এর তাফসীর।
সূরা আল আসরের সংক্ষেপে তাফসীর দেওয়া হয়েছে।
‘আসর এর অর্থ হলো কাল বা সময়, যেই কাল বা সময়ে মানুষ পাপ পূণ্যের কাজ করে। হযরত যায়েদ ইবনে আসলাম (রঃ) বলেন যে, আসর এর অর্থ হলো আসরের নামায বা আসরের নামাযের সময়। কিন্তু প্রথমোক্ত উক্তিটিই মাশহুর বা প্রসিদ্ধ। এই কসমের পর আল্লাহ তা'আলা বলছেনঃ নিশ্চয়ই মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রয়েছে।
কিন্তু যারা ঈমান আনে ও ভাল কাজ করে এবং একে অন্যকে সত্যের উপদেশ দেয় অর্থাৎ নিজে সৎকাজ করে ও অন্যকে সৎকাজ করতে উদ্বুদ্ধ করে, আর বিপদে-আপদে নিজে ধৈর্য ধারণ করে ও অন্যকেও ধৈর্য ধারণের উপদেশ দেয়, জনগণ কষ্ট দিলে ক্ষমার মাধ্যমে ধৈর্যের পরিচয় দেয় এবং ভাল কাজের আদেশ ও মন্দ কাজ হতে বিরত থাকার নির্দেশ দিতে গিয়ে যে বাধাবিঘ্ন ও বিপদের সম্মুখীন হয় তাতেও ধৈর্য ধারণ করে, তারা এই সুস্পষ্ট ক্ষতি থেকে মুক্তি পাওয়ার সৌভাগ্যের অধিকারী।
সমস্ত সূরার বিস্তারিত তাফসীর পড়ার জন্য এই অ্যাপ টি ডাউনলোড করুণ... Download
একটি মন্তব্য পোস্ট করুন