সূরা ফীল বাংলা উচ্চারণ ও অর্থ। সূরা ফীল বাংলা অনুবাদ ও তাফসীর।
সূরা আল-ফীল কোরআন মাজিদের ১০৫ নম্বার সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৫ টি। সূরা আল-ফীল এর বাংলা অর্থ- হাতি। সূরা আল-ফীল মাক্কায় অবতীর্ণ হয়েছে।
নীচে সূরা আল-ফীল এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে। ও এর সঙ্গে সূরা আল-ফীল এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করার লিংক দেওয়া আছে।
সূরা ফীল আরবি উচ্চারণ।
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ
সূরা ফীল বাংলা উচ্চারণ।
আলাম তারা কাইফা ফা‘আলা রাব্বুকা বিআসহা-বিল ফীল।
আলাম ইয়াজ‘আল কাইদাহুম ফী তাদলীল
ওয়া আরছালা ‘আলাইহিম তাইরান আবা-বীল।
তারমীহিম বিহিজা-রাতিম মিন ছিজ্জীল।
ফাজা‘আলাহুম কা‘আসফিম মা’কূল।
সূরা ফীল বাংলা অনুবাদ ও অর্থ।
আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।
সূরা ফীল ডাউনলোড।
সূরা ফীল বাংলা উচ্চারণ ও অর্থ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে খুব সহজে সূরা ফীল বাংলা উচ্চারণ ডাউনলোড করতে পারবেন।
সূরা ফীল অডিও।
সূরা ফীল অডিও শূনে মুখস্থ করতে ইচ্ছুক হলে নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে সূরা ফীল অডিও ডাউনলোড করতে পারবেন।
সূরা ফীল তাফসীর।
সহীহ বুখারী ও সহীহ মুসলিমের একটি রিওয়াইয়াতে এই তাফসীর আছে যে, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ্ (সঃ) বলেনঃ “আল্লাহ তাআলা মক্কার উপর হাতী ওয়ালাদের আধিপত্য বিস্তার করতে দেননি, বরং তিনি তাঁর নবী (সঃ) ও ঈমানদার বান্দাদেরকে মক্কার উপর আধিপত্য দান করেছেন। জেনে রেখো যে, মক্কার মর্যাদা আজ ঐ অবস্থাতেই ফিরে এসেছে যে অবস্থায় গতকাল ছিল। খবরদার! প্রত্যেক উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিদের নিকট (খবর) পৌছিয়ে দিবে।”