আল্লাহর অনুগ্রহ লাভের ও রুজি রোজগারের বরকতের দোয়া।

আল্লাহর অনুগ্রহ লাভের ও রুজি রোজগারে বরকত পাওয়ার জন্য সর্ব প্রথম যে কাজ টি করা প্রয়জন, তা হচ্ছে মহান আল্লাহর কাছে বেশী বেশী ক্ষমা প্রার্থনা করা। কারণ ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে মহান আল্লাহ্‌, তার বান্দার প্রতি অনুগ্রহ করে ও তার রুজি রোজগারে বরকত দেই। নীচে আল্লাহর অনুগ্রহ লাভের ও রুজি রোজগারে বরকতের পাঁচটি সহি দোয়া  দেওয়া হল। 

রুজি রোজগারের বরকতের দোয়া।

আল্লাহর অনুগ্রহ ও রিজিক বৃদ্ধির পাঁচটি দোয়া। 

১) আল্লাহর অনুগ্রহ ও রিজিক বৃদ্ধির দোয়া। 

আরবী উচ্ছারনঃ- 
১) আল্লাহর অনুগ্রহ ও রিজিক বৃদ্ধির দোয়া।

উচ্চারণঃ- আল্লা-হুম্মাগফির লী যামবী অঅসসি’ লী ফী দা-রী অবা-রিক লী ফী রিযকী।

অর্থঃ- হে আল্লাহ! তুমি আমার অপরাধ ক্ষমা কর, আমার গৃহ প্রশস্ত কর এবং আমার রুযীতে বৰ্কত দাও। ---- (মুসলিম আহমদ ৪/৬৩, সহীহুল জামে ১২৬৫) 

২) আল্লাহর অনুগ্রহ ও রিজিক বৃদ্ধির দোয়া। 

আরবী উচ্চারণ ঃ- 
২) আল্লাহর অনুগ্রহ ও রিজিক বৃদ্ধির দোয়া।
উচ্চারণঃ- আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিকা অরাহমাতিক, ফাইন্নাহু লা য়্যামলিকুহা ইল্লা আন্ত।

অর্থঃ হে আল্লাহ! অবশ্যই আমি তােমার নিকট তোমার অনুগ্রহ ও করুণা ভিক্ষা করছি। যেহেতু একমাত্র তুমিই এ সবের মালিক। (মাজমাউয যাওয়াএদ ১০/১৫৯, সহীহুল জামে' ১২৭৮নং)

৩) আল্লাহর অনুগ্রহ ও রিজিক বৃদ্ধির দোয়া।

আরবী উচ্চারণ ঃ- 
৩) আল্লাহর অনুগ্রহ ও রিজিক বৃদ্ধির দোয়া।
উচ্চারণঃ- আল্লা-হুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জূ-', ফাইন্নাহু বিসায যাজী- অ আউযু বিকা মিনাল খিয়ানাহ, ফাইন্নাহা বি'সাতিল বিতা-নাহ।

অর্থঃ- হে আল্লাহ! আমি তোমার নিকট ক্ষুধা থেকে পানাহ চাচ্ছি, কারণ তা নিকৃষ্ট শয়ন-সাথী। আর আমি খিয়ানত থেকেও পানাহ চাচ্ছি, কারণ তা নিকৃষ্ট সহচর। (আবু দাউদ ২/৯১, সহীহ নাসাঈ ৩/১১১২)

৪) আল্লাহর অনুগ্রহ ও রিজিক বৃদ্ধির দোয়া।

আরবী উচ্চারণ ঃ- 
৪) আল্লাহর অনুগ্রহ ও রিজিক বৃদ্ধির দোয়া।

উচ্চারণ ঃ- আল্লা-হুম্মাগফির লী অহদিনী অরযুকৃনী অ আ-ফিনী, আউযু বিল্লা-হি মিন যাইকিল মাকা-মি য়্যাউমাল কিয়ামাহ।

অর্থঃ- হে আল্লাহ, আমাকে মাফ কর, হিদায়াত কর, রুযী দাও এবং নিরাপত্তা দাও। আমি আল্লাহর নিকট কিয়ামতে অবস্থানক্ষেত্রের সংকীর্ণতা থেকে আশ্রয় ভিক্ষা কছি। (সহীহ নাসাঈ ১/৩৫৬, সহীহ ইবনে মাজাহ ১/২২৬)

৫) আল্লাহর অনুগ্রহ ও রিজিক বৃদ্ধির দোয়া।

আরবী উচ্চারণ ঃ- 
৫) আল্লাহর অনুগ্রহ ও রিজিক বৃদ্ধির দোয়া।

উচ্চারণ ঃ- আল্লা-হুম্মাজআল আউসাআ রিযকিকা আলাইয়্যা ইন্দা কিবারি সিন্নী অনকিত্বা-ই উমুরী। 

অর্থ ঃ- হে আল্লাহ আমার বার্ধক্যে ও মৃত্যুর সময় তােমার অধিকতম ব্যাপক রুজি দান কর। (হাকেম ১/৫৪২, সহীহুল জামে' ১২৫৫নং)

আল্লাহর অনুগ্রহ ও রিজিক বৃদ্ধির দোয়া ডাউনলোড। 

আল্লাহর অনুগ্রহ লাভের ও রুজি রোজগারের বরকতের পাঁচটি দোয়া বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখান থেকে পাঁচটি দোয়া ডাউনলোড করে মুখস্থ করতে পারেন। নীচে লিংক দেওয়া হল। 

Download

এই দোয়া গুলো পড়ুন।