সূরা কদর বাংলা উচ্চারণ ও অর্থ পড়ুন ও ডাউনলোড করুণ। সূরা ইন্না আনযালনা বাংলা উচ্চারণ।

সূরা আল-কদর কোরআন মাজিদের ৯৭ নম্বার সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৫ টি। সূরা আল-কদর এর বাংলা অর্থ- মহিমান্বিত। সূরা আল-কদর মাক্কায় অবতীর্ণ হয়েছে। 

নীচে সূরা আল-কদর এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে। ও এর সঙ্গে সূরা আল-কদর এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করার লিংক দেওয়া আছে।

সূরা কদর বাংলা উচ্চারণ ও অর্থ পড়ুন ও ডাউনলোড করুণ। 

সূরা কদর আরবী উচ্চারণ। 

১- إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ
২- وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ
৩- لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
৪- تَنَزَّلُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
৫- سَلَٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ

সূরা কদর বাংলা উচ্চারণ। 

১- ইন্নাআনঝালনা-হু ফী লাইলাতিল কাদর।
২- ওয়ামাআদরা-কা-মা-লাইলাতুল কাদর।
৩- লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর।
৪- তানাঝঝালুল মালাইকাতুওয়াররুহু ফীহা-বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর।
৫- ছালা-মুন হিয়া হাত্তা-মাতলা‘ইল ফাজর।

সূরা কদর এর বাংলা অর্থ। 

১- আমি একে নাযিল করেছি শবে-কদরে।
২- শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
৩- শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
৪- এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
৫- এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।

সূরা কদর বাংলা উচ্চারণ PDF Download.

সূরা আল-কদর এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে সূরা আল-কদর এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করতে পারবেন। 

Download

সূরা কদর অডিও ডাউনলোড। 

সূরা কদর বাংলা উচ্চারণ থেকে মুখস্থ করার পাশাপাশি অডিও শুনুন। অডিও শুনলে সূরা যেমন দ্রত মুখস্থ হবে তেমন সূরার মধ্যে উচ্চারণে কথাও ভুল হলে শুদ্ধ হয়ে জাবে। সূরা কদর অডিও ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে সূরা কদর অডিও ডাউনলোড করতে পারবেন। 

Download

এই সূরা গুলো পড়ুন।