সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত বাংলা উচ্চারণ | সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত বাংলা অনুবাদ | সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত বাংলা উচ্চারন ও অনুবাদ সহ PDF Download.

সূরা ইয়াসিন সম্পর্কে হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেন- “আমার উম্মতের প্রত্যেকেই এই সূরাটি মুখস্থ করুক এটা আমি কামনা করি ।” 

(এ হাদীসটি বাযযার (রঃ) বর্ণনা করেছেন) তাই আমাদের সকলকে সূরা ইয়াসিন সম্পূর্ণ মুখস্থ করা প্রয়জন। যদি সম্পূর্ণ মুখস্থ করতে সমস্যা হয়। সেই ক্ষেত্রে সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত মুখস্থ করা উচিত। 

নীচে সূরা ইয়াসিনের প্রথম ৯ আয়াত বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে। ও এর সঙ্গে সূরা ইয়াসিনের প্রথম ৯ আয়াতের বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করার লিংক দেওয়া আছে।

সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত বাংলা উচ্চারণ | সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত বাংলা অনুবাদ | সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত বাংলা উচ্চারন ও অনুবাদ সহ PDF Download. 

সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত আরবী। 

১) يسٓ
২) وَٱلْقُرْءَانِ ٱلْحَكِيمِ
৩) إِنَّكَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ
৪) عَلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ

৫) تَنزِيلَ ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ
৬) لِتُنذِرَ قَوْمًا مَّآ أُنذِرَ ءَابَآؤُهُمْ فَهُمْ غَٰفِلُونَ
৭) لَقَدْ حَقَّ ٱلْقَوْلُ عَلَىٰٓ أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ
৮) إِنَّا جَعَلْنَا فِىٓ أَعْنَٰقِهِمْ أَغْلَٰلًا فَهِىَ إِلَى ٱلْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ
৯) وَجَعَلْنَا مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ

সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত বাংলা উচ্চারণ। 

১) ইয়া-ছীন।
২) ওয়াল কুরআ-নিল হাকীম।
৩) ইন্নাকা লামিনাল মুরছালীন।
৪) ‘আলা-সিরাতিম মুছতাকীম।

৫) তানঝীলাল ‘আঝীঝির রাহীম।
৬) লিতুনযিরা কাওমাম্মাউনযিরা আ-বাউহুম ফাহুম গা-ফিলূন।
৭) লাকাদ হাক্কাল কাওলু‘আলাআকছারিহিম ফাহুম লা-ইউ’মিনূন।
৮) ইন্না- জা‘আলনা-ফী আ‘না-কিহিম আগলা-লান ফাহিয়া ইলাল আযকা-নি ফাহুম মুকমাহূন।
৯) ওয়া জা‘আল না-মিম বাইনি আইদীহিম ছাদ্দাওঁ ওয়া মিন খালফিহিম ছাদ্দান ফাআগশাইনা-হুম ফাহুম লা-ইউবসিরূন।

সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত বাংলা অনুবাদ। 

১) ইয়া-সীন
২) প্রজ্ঞাময় কোরআনের কসম।
৩) নিশ্চয় আপনি প্রেরিত রসূলগণের একজন।
৪) সরল পথে প্রতিষ্ঠিত।

৫) কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ,
৬) যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন, যাদের পূর্ব পুরুষগণকেও সতর্ক করা হয়নি। ফলে তারা গাফেল।

৭) তাদের অধিকাংশের জন্যে শাস্তির বিষয় অবধারিত হয়েছে। সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না।
৮) আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেড়ী পরিয়েছি। ফলে তাদের মস্তক উর্দ্ধমুখী হয়ে গেছে।
৯) আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না।

সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত PDF Download.

সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করতে ইচ্ছুক হলে, নীচে সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত আরবী, বাংলা উচ্চারণ  ও অনুবাদ সহ PDF Download করার লিংক দেওয়া হল। এখান থেকে অতি সহজে সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত পিডিএফ ডাউনলোড করতে পারবেন। 

Download

সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত mp3 Download.

সূরা ইয়াসিন প্রথম ৯ আয়াত বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করার পর অডিও শূনে সূরাটির উচ্চারণ শুদ্ধ করুন। 

Download

এই সূরা গুলো মুখস্থ করুন। 

0 $type={blogger}