বৌদ্ধ ধর্ম গ্রন্থের নাম ত্রিপিটক।
ত্রিপিটক সর্বসাধারণের বোধগম্য প্রাকৃত ভাষায় বুদ্ধদেব তার উপদেশ দান করতেন। তার জীবদ্দশায় তার কোনো বাণী লিপিবদ্ধ হয়নি।
তার নির্বাণলাভের কয়েক সপ্তাহ পরেই তার শিষ্যরা মগধের রাজধানী রাজগৃহে এক সম্মেলনে (প্রথম বৌদ্ধ সংগীত) মিলিত হয়ে তার উপদেশাবলি পুস্তকাকারে প্রকাশ করেন। পালি ভাষায় বচিত এই ধর্মগ্রন্থের নাম ‘ত্রিপিটক'। পিটক' কথার অর্থ পাত্র বা ঝুড়ি।
বৌদ্ধ ধর্ম গ্রন্থ ত্রিপিটক এর তিনটি ভাগ।
১) সূত্ত-পিটক, ২) বিনয়-পিটক ও ৩) অভিধর্ম-পিটক। সূত্ত-পিটকে বুদ্ধের উপদেশাবলি, বিনয়-পিটকে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের পালনীয় বিধিসমূহ ও সঙ্রে নিয়মাবলি এবং অভিধর্ম-পিটকে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্বসমূহ আলোচিত হয়েছে।
পালি ভাষায় রচিত ‘জাতক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এতে বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনি বিবৃত হয়েছে। এছাড়া সিংহলী গ্রন্থ ‘মহাবংশ ও ‘দীপবংশ’ গ্রন্থদুটিতে বৌদ্ধ ধর্মের ইতিহাস আলোচিত হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন