কোরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

কোরআন সম্পর্কে সাধারণ জ্ঞান এই আর্টিকেলর মাধ্যমে আমরা কোরআন সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান অর্জন করব ইনশাল্লাহ।

প্রথমত যে কিতাব কে আমরা কোরআন বলছি, এই কিতাবের আরও অনেক নাম আছে। আমদের কাছে সবথেকে পরিচিত নাম হচ্ছে- কোরআন।

কিন্ত কোরআনের মূল নাম হচ্ছে- কিতাব। আর এই কিতাবের আরও অনেক গুণবাচক নাম রয়েছে যেমন- কোরআন, ফুরকান, তৈরা, ইঞ্জিল, জবুর, সহুফা, বুরহান, হিকমা, হিদায়াত, সুলতান, কালামুন, অয়াহিউন, নাযিল ইত্যাদি।

কোরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

কিতাবের (কোরআনের) মধ্যে আছে সমস্ত নবী ও রসূলের গ্রন্থ।

আর স্মরণ কর, যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছেন- আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমাত দিয়েছি, অতঃপর তোমাদের সাথে যা আছে তা সত্যায়নকারীরূপে একজন রাসূল তোমাদের কাছে আসবে- তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি বললেন, ‘তোমরা কি স্বীকার করেছ এবং এর উপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছ’? তারা বলল, ‘আমরা স্বীকার করলাম’। আল্লাহ বললেন, ‘তবে তোমরা সাক্ষী থাক এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম’।(৩-৮১)

এই আয়াত থেকে বুঝাজায় সমস্ত কিতাবের সত্যায়নকারীরূপে আমাদের রসূলের উপর যে কিতাব নাযিল হয়েছে এর মধ্যে সমস্ত কিতাব রয়েছে। 

আর এর জন্য মহাম্মাদ(সাঃ) হচ্ছেন- আল্লাহর রাসূল ও নবীদের মোহর।(৩৩-৪০)

এই আর্টিকেল গুলো পড়ুন।