সূরা ফালাক বাংলা।

ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ আল-কুরআন। এই আল-কুরআনের মধ্যে মোট ১১৪ টি অধ্যায় আছে। আর এই অধ্যায়, মুসলিমদের কাছে সূরা নামে পরিচিত।

অর্থাৎ কুরআনের মধ্যে মোট ১১৪ টি সূরা আছে। আর এর মধ্যে সূরা ফালাক হচ্ছে ১১৩ নম্বর সূরা বা অধ্যায়। সূরা ফালাক মক্কায় নাযিল হয়েছে।

ফালাক একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ নিশিভোর। সূরা ফালাকের মোট আয়াত সংখ্যা ৫ টি। নীচে সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ আরবি ও অনুবাদ দেওয়া হয়েছে।  

সূরা ফালাক।

সূরা ফালাক বাংলা উচ্চারণ।

১) কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক

২) মিন শাররি মা-খালাক।

৩) ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব।

৪) ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উকাদ।

৫) ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ।

সূরা ফালাক বাংলা অনুবাদ।

১) বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,

২) তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,

৩) অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,

৪) গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে

৫) এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

সূরা ফালাক বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড।

সূরা ফালাক বাংলা উচ্চারণ ও অনুবাদ পিডিএফ আঁকারে দেওয়া হয়েছে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে সূরা ফালাক বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড করুন।

Download

এই সূরা গুলো পড়ুন।


0 $type={blogger}