রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও আরবি ও বাংলা অর্থ | সুরা বাকারা আয়াত ২০১ বাংলা উচ্চারণ।

রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও এটা একটি দোয়া। এই দোয়াটি মূলত কোরআনের ২ নম্বর সূরা আল-বাকারার ২০১ নম্বর আয়াতের অন্তর্ভুক্ত।

রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও এই দোয়াটি সম্পূর্ণ আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ সহ PDF Download করার লিংক নীচে দেওয়া হয়েছে।

দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া, রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও আরবি ও বাংলা অর্থ।

রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও আরবি।

رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّ فِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّ قِنَا عَذَابَ النَّارِ 

রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও বাংলা উচ্চারণ।

রাব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজাবান্নার।

রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও বাংলা অর্থ।

হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।

রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও PDF Download.

দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণের দোয়াটি PDF Download করার জন্য নীচের লিংকে ক্লিক করুণ। ওখান থেকে সহজে ডাউনলোড হয়ে যাবে।

Download

রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও দোয়াটি কখন পড়বেন?

রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও এই দোয়াটি মূলত নামাজের মধ্যে পড়বেন, যেমন- সূরা ফাতিহা পড়ার পর বা নামাজের শেষ বৈঠকে এই দোয়াটি পড়বেন। 

নামাজের মধ্যে আরও দোয়া পড়তে পারেন যেমন- সন্তান লাভের জন্য কুরআনের এই দোয়াটি পড়তে পারেন ---- ক্লিক।

নামাজে পড়ার জন্য প্রয়োজনীয় ১০ টি সূরা বাংলা উচ্চারণ সহ দেওয়া হয়েছে। এই সূরা গুলো পড়ার জন্য বা PDF Download করে মুখস্ত করার জন্য ক্লিক করুণ।