সূরা আল-ফাজর বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ ডাউনলোড | Surah Al-Fajr in Bangla.

সূরা আল-ফাজর কোরআন মাজিদের ৮৯ তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৩০ টি, ও এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা আল-ফাজর এর অর্থ ভোরবেলা। 

নীচে সূরা আল-ফাজরের আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে। এর সঙ্গে আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে। 

সূরা আল-ফাজর বাংলা উচ্চারণ ও অর্থ সহ ডাউনলোড | Surah Al-Fajr in Bangla.

সূরা আল-ফাজর আরবী। Surah Al-Fajr in Arabic.

وَٱلْفَجْرِ
وَلَيَالٍ عَشْرٍ
وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ
وَٱلَّيْلِ إِذَا يَسْرِ
هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ
ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَٰدِ
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ
وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ
ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَٰدِ
فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ
فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ
وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِ
كَلَّا بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ
وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا
وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا
كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا
وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا
وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ
يَقُولُ يَٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى
فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ
يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ
ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً
فَٱدْخُلِى فِى عِبَٰدِى
وَٱدْخُلِى جَنَّتِى

সূরা আল-ফাজর বাংলা উচ্চারণ। Surah Al-Fajr Bangla Uccharon.

১) ওয়াল ফাজর।
২) ওয়া লায়া-লিন ‘আশর
৩) ওয়াশশাফা‘ই ওয়াল ওয়াতর ।
৪) ওয়াল্লাইলি ইযা-ইয়াছর।

৫) হাল ফী যা-লিকা কাছামুল লিযী হিজর।
৬) আলাম তারা কাইফা ফা‘আলা রাব্বুকা বি‘আ-দ।
৭) ইরামা যা-তিল ‘ইমা-দ
৮) আল্লাতী লাম ইউখলাকমিছলুহা-ফিল বিলা-দ।

৯) ওয়া ছামূদাল্লাযীনা জা-বুসসাখরা বিল ওয়া-দ।
১০) ওয়া ফির‘আউনা যীল আওতা-দ।
১১) আল্লাযীনা তাগাও ফিল বিলা-দ।
১২) ফাআকছারূ ফীহাল ফাছা-দ।

১৩) ফাসাব্বা ‘আলাইহিম রাব্বুকা ছাওতা ‘আযা-ব।
১৪) ইন্না রাব্বাকা লাবিলমিরসা-দ।
১৫) ফাআম্মাল ইনছা-নুইযা-মাবতালা-হু রাব্বুহু ফাআকরামাহূওয়া না‘‘আমাহূ ফাইয়াকূলু রাববীআকরামান।
১৬) ওয়া আম্মাইযা-মাবতালা-হু ফাকাদারা ‘আলাইহি রিঝকাহূ ফাইয়াকূলুরাববী আহা-নান।

১৭) কাল্লা-বাল্লা-তুকরিমূনাল ইয়াতীম।
১৮) ওয়া লা-তাহাদ্দূ না ‘আলা-তা‘আ-মিল মিছকীন।
১৯) ওয়া তা’কুলূনাত তুরা-ছা আকলাল্লাম্মা-।
২০) ওয়া তুহিব্বুনাল মা-লা হুব্বান জাম্মা-।

২১) কাল্লাইযা-দুক্কাতিল আরদুদাক্কান দাক্কা-।
২২) ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকুসাফফান সাফফা-।
২৩) ওয়া জীআ ইয়াওমাইযিম বিজাহান্নামা ইয়াওমাইযিইঁ ইয়াতাযাক্কারুল ইনছা-নুওয়া আন্না-লাহুযযিকরা-।
২৪) ইয়াকূ লুইয়া-লাইতানী কাদ্দামতুলিহায়া-তী।

২৫) ফাইয়াওমাইযিল লা-ইউ‘আযযি বু‘আযা-বাহূআহাদ।
২৬) ওয়ালা-ইঊছিকুওয়াছা-কাহূআহাদ।
২৭) ইয়াআইয়াতুহান্নাফছুল মুতমাইন্নাহ
২৮) ইরজি‘ঈইলা-রাব্বিকি রা-দিয়াতাম মারদিইয়াহ।
২৯) ফাদখুলী ফী ‘ইবা-দী।
৩০) ওয়াদখুলী জান্নাতী।

সূরা আল-ফাজর এর অনুবাদ। Surah Al-Fajr Onubad.

১) শপথ ফজরের,
২) শপথ দশ রাত্রির, শপথ তার,
৩) যা জোড় ও যা বিজোড়
৪) এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে

৫) এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে।
৬) আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন,
৭) যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং
৮) যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি

৯) এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।
১০) এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে
১১) যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।
১২) অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।

১৩) অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন।
১৪) নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন।
১৫) মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন।
১৬) এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।

১৭) এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।
১৮) এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না।
১৯) এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল
২০) এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস।

২১) এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে
২২) এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন,
২৩) এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?

২৪) সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম!
২৫) সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না।
২৬) এবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না।
২৭) হে প্রশান্ত মন,

২৮) তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।
২৯) অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।
৩০) এবং আমার জান্নাতে প্রবেশ কর।

সূরা আল-ফাজর পিডিএফ ডাউনলোড। Surah Al-Fajr PDF Download.

সূরা আল-ফাজর এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে সূরা আল-ফাজর এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করতে পারবেন। 

Download

সূরা আল-ফাজর এর অডিও। Surah Al-Fajr Audio.

সূরা আল-ফাজর শুনার জন্য অডিও ডাউনলোড করুন। নীচে সূরা আল-ফাজরের অডিও ডাউনলোড করার লিংক দেওয়া হল। 

Download

এই সূরা গুলো পড়ুন। 


0 $type={blogger}