সূরা আল-গাশিয়াহ কোরআন মাজিদের ৮৮ তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ২৬ টি। সূরা আল-গাশিয়াহ এর অর্থ অপ্রতিরোধ্য। ও এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে।
নীচে সূরা আল-গাশিয়াহ বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে। এর সঙ্গে সূরা আল-গাশিয়াহ বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে।
সূরা আল-গাশিয়াহ আরবী। Surah Al-Ghashiyah in Arabic.
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِ
وُجُوهٌ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ
عَامِلَةٌ نَّاصِبَةٌ
تَصْلَىٰ نَارًا حَامِيَةً
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ
لِّسَعْيِهَا رَاضِيَةٌ
فِى جَنَّةٍ عَالِيَةٍ
لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةً
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
সূরা আল-গাশিয়াহ বাংলা উচ্চারণ। Surah Al-Ghashiyah Bangla Uccharon.
১) হাল আতা-কা হাদীছুল গা-শিয়াহ।
২) উজূহুইঁ ইয়াওমাইযিন খা-শি‘আহ।
৩) ‘আ-মিলাতুন না-সিবাহ।
৪) তাসলা-না-রান হা-মিয়াহ।
৫) তুছকা-মিন ‘আইনিন আ-নিয়াহ।
৬) লাইছা লাহুম তা‘আ-মুন ইল্লা-মিন দারী‘ই।
৭) লা-ইউছমিনুওয়ালা-ইউগনী মিন জু‘ই।
৮) উজূহুইঁ ইয়াওমাইযিন না-‘ইমাহ।
৯) লিছা‘ইহা-রা-দিয়াহ।
১০) ফী জান্নাতিন ‘আ-লিয়াহ।
১১) লা-তাছমা‘উ ফীহা-লা-গিয়াহ।
১২) ফীহা-‘আইনুন জা-রিয়াহ।
১৩) ফীহা-ছুরুরুমমারফূ‘আহ।
১৪) ওয়া আকওয়া-বুম মাওদূ‘আহ।
১৫) ওয়া নামা-রিকুমাসফূফাহ।
১৬) ওয়া ঝারা-বিইয়ুমাবছূছাহ।
১৭) আফালা-ইয়ানজু রুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত।
১৮) ওয়া ইলাছ ছামাই কাইফা রুফি‘আত।
১৯) ওয়া ইলাল জিবা-লি কাইফা নুসিবাত।
২০) ওয়া ইলাল আরদি কাইফা ছুতিহাত।
২১) ফাযাক্কির ইন্নামাআনতা মুযাক্কির।
২২) লাছাতা ‘আলইহিম বিমুসাইতির।
২৩) ইল্লা-মান তাওয়াল্লা-ওয়া কাফার।
২৪) ফাইউ‘আযযিবুহুল্লা-হুল ‘আযা-বাল আকবার।
২৫) ইন্না ইলাইনাইয়া-বাহুম।
২৬) ছু ম্মা ইন্না ‘আলাইনা-হিছা-বাহুম।
সূরা আল-গাশিয়াহ বাংলা অনুবাদ। Surah Al-Ghashiyah Bangla Onubad.
১) আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?
২) অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,
৩) ক্লিষ্ট, ক্লান্ত।
৪) তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।
৫) তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।
৬) কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।
৭) এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।
৮) অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,
৯) তাদের কর্মের কারণে সন্তুষ্ট।
১০) তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।
১১) তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।
১২) তথায় থাকবে প্রবাহিত ঝরণা।
১৩) তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।
১৪) এবং সংরক্ষিত পানপাত্র
১৫) এবং সারি সারি গালিচা
১৬) এবং বিস্তৃত বিছানো কার্পেট।
১৭) তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?
১৮) এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?
১৯) এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?
২০) এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?
২১) অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,
২২) আপনি তাদের শাসক নন,
২৩) কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,
২৪) আল্লাহ তাকে মহা আযাব দেবেন।
২৫) নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,
২৬) অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।
সূরা আল-গাশিয়াহ পিডিএফ ডাউনলোড। Surah Al-Ghashiyah PDF Download.
সূরা আল-গাশিয়াহ এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে সূরা আল-গাশিয়াহ এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করতে পারবেন।
সূরা আল-গাশিয়াহ অডিও। Surah Al-Ghashiyah Audio.
নীচে সূরা আল-গাশিয়াহ অডিও লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে সূরা আল-গাশিয়াহ ডাউনলোড করতে পারবেন।
এই সূরা গুলো পড়ুন।
0 $type={blogger}