সূরা আত-তারিক বাংলা উচ্চারণ ও অনুবাদ | Surah At-Aariq in Bangla

সূরা আত-তারিক কোরআন মাজিদের ৮৬ তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ১৭ টি। সূরা আত-তারিক এর অর্থ- সকালের নক্ষত্র। ও এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। 

নীচে সূরা আত-তারিক এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে। এর সঙ্গে সূরা আত-তারিক এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে।

সূরা আত-তারিক বাংলা উচ্চারণ ও অনুবাদ | Surah At-Aariq in Bangla 

সূরা আত-তারিক আরবী। Surah At-Tariq in Arabic. 

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ
ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ
إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ
فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ
خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ
يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ
إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ
يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ
فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ
وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ
إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ
وَمَا هُوَ بِٱلْهَزْلِ
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا
وَأَكِيدُ كَيْدًا
فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا

সূরা আত-তারিক বাংলা উচ্চারণ। Surah At-Tariq Bangla Uccharon.

১) ওয়াছ ছামাই ওয়াততা-রিক।
২) ওয়া মাআদরা-কা মাত্তা-রিক।
৩) আন্নাজমুছছা-কিব।
৪) ইন কুল্লুনাফছিল লাম্মা-‘আলাইহা-হা-ফিজ।

৫) ফালইয়ানযুরিল ইনছা-নুমিম্মা খুলিক।
৬) খুলিকা মিম্মাইন দা-ফিকি।
৭) ইয়াখরুজুমিম বাইনিসসুলবি ওয়াত্তারাইব।
৮) ইন্নাহূ‘আলা-রাজ‘ইহী লাকা-দির।

৯) ইয়াওমা তুবলাছ ছারাইর।
১০) ফামা-লাহূমিন কুওওয়াতিওঁ ওয়ালা-না-সির।
১১) ওয়াছ ছামাই যা-তির রাজ‘ই।
১২) ওয়াল আরদিযা-তিসসাদ‘ই।

১৩) ইন্নাহূলাকাওলুন ফাসল।
১৪) ওয়ামা-হুওয়া বিল হাঝলি।
১৫) ইন্নাহুম ইয়াকীদূনা কাইদাওঁ।
১৬) ওয়া আকীদুকাইদা-।
১৭) ফামাহহিলিল কা-ফিরীনা আমহিলহুম রুওয়াইদা-।

সূরা আত-তারিক বাংলা অনুবাদ। Surah At-Tariq Bangla Onubad.

১) শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
২) আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?
৩) সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
৪) প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।

৫) অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
৬) সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
৭) এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
৮) নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।

৯) যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,
১০) সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
১১) শপথ চক্রশীল আকাশের
১২) এবং বিদারনশীল পৃথিবীর

১৩) নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।
১৪) এবং এটা উপহাস নয়।
১৫) তারা ভীষণ চক্রান্ত করে,
১৬) আর আমিও কৌশল করি।
১৭) অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

সূরা আত-তারিক পিডিএফ ডাউনলোড। Surah At-Tariq PDF Download.

সূরা আত-তারিক এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে সূরা আত-তারিক এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করতে পারবেন। 

Download

সূরা আত-তারিক অডিও। Surah At-Tariq Audio.

সূরা আত-তারিক এর অডিও শুনার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে সূরা আত-তারিক এর অডিও ডাউনলোড করুন। 

Download

এই সূরা গুলো পড়ুন।