সূরা আল-বাকারা ১৫৩ নং আয়াত বাংলা উচ্চারণ।

সূরা আল-বাকারা কোরআন মাজিদের ২ নম্বর সূরা। এখন আমরা সূরা আল-বাকারার ১৫৩ নম্বর আয়াতটি সম্পর্কে অবগত হবো।

এই আয়াতে আল্লাহ্‌ মুমিনদের কে সম্বোধন করে বলছেন যে- হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।

আমরা কমবেশি ধৈর্য সম্পর্কে জানি, যে দুঃখ, কষ্ট, ও দুর্দশায় হতাশ না হয়ে ধৈর্য ও সঠিক পদক্ষেপ নিয়ে সামনে অগ্রসর হতে হবে।

সালাতের মাধ্যমে সাহায্য চাও, কিন্ত কিভাবে সালাতের মাধ্যমে সাহায্য চাইবো আমাদেরন জানা নেই। মানুষের সম্পস্ত সমস্যার দোয়া কোরআনের মধ্যে আছে।

আমাদের কাজ সমস্যা অনুযায়ী কোরআনের দোয়া খুঁজে, নামাজের মধ্যে পাঠ করা ও ধৈর্য ধারণ করা। এই ছোট কাজটি করতে পারলে আল্লাহ্‌ আপনার সঙ্গে থাকবেন।

সূরা আল-বাকারা ১৫৩ নং আয়াতটি আরবি, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ নীচে দেওয়া হয়েছে। অখান থেকে আয়াতটি পড়ুন।

সূরা আল-বাকারা ১৫৩ নং আয়াত বাংলা উচ্চারণ।

সূরা আল-বাকারা ১৫৩ নং আয়াত আরবী।

 یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا اسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَ الصَّلٰوۃِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیۡنَ

সূরা আল-বাকারা ১৫৩ নং আয়াত বাংলা উচ্চারণ।

ইয়াআইয়ুহাল্লাযীনা আ-মানুছতা‘ঈনূ বিসসাবরি ওয়াসসালা-তি; ইন্নাল্লা-হা মা‘আসসাবিরীন।

সূরা আল-বাকারা ১৫৩ নং আয়াত বাংলা অনুবাদ।

হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।

এই আয়াত গুলো পড়ুন।

0 $type={blogger}