সূরা ইয়াসিন আয়াত ৩৬ বাংলা উচ্চারণ সহ PDF Download.
সূরা ইয়াসিন কুরআন মাজিদের এক অন্যতম উল্লেখ যোগ্য সূরা। আপনি চাইলে সূরা ইয়াসিনের প্রথম ৯ টি আয়াত মিখস্ত করতে পারেন।
সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতের আরবি, বাংলা উচ্চারণ সহ পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে।
আপনি চাইলে ওখান থেকে অতি সহজে সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতটি বাংলা উচ্চারণ সহ অনুবাদ পড়তে ও ডাউনলোড করতে পারবেন ইনশাল্লাহ।
সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতের আরবি।
سُبۡحٰنَ الَّذِیۡ خَلَقَ الۡاَزۡوَاجَ کُلَّهَا مِمَّا تُنۡۢبِتُ الۡاَرۡضُ وَ مِنۡ اَنۡفُسِهِمۡ وَ مِمَّا لَا یَعۡلَمُوۡنَ
সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতের বাংলা উচ্চারণ।
ছুবহা-নাল্লাযী খালাকাল আঝাওয়া-জা কুল্লাহা- মিম্মা-তুমবিতুলআরদুওয়া মিন আনফুছিহিম ওয়া মিম্মা-লা-ইয়া‘লামূন।
সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতের বাংলা অনুবাদ।
পবিত্র ও মহান সে সত্তা যিনি সকল জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যমীন যা উৎপন্ন করেছে তা থেকে, মানুষের নিজদের মধ্য থেকে এবং সে সব কিছু থেকেও যা তারা জানে না ।
সূরা ইয়াসিন আয়াত ৩৬ PDF Download.
সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতটি আরবি, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ পিডিএফ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হল।
এই আয়াত গুলো মুখস্ত করুণ।
একটি মন্তব্য পোস্ট করুন