আল্লাহর আকার আছে না নাই। আল্লাহ নিরাকার না আল্লাহর আকার আছে।

আল্লাহর আকার আছে না নাই।

আমাদের সকলের জানা প্রয়োজন যে আল্লাহর আকার আছে না নাই। কারণ আমাদের যদি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা না থাকে তাহলে আমরা অধিকাংশ ক্ষেত্রেই রাস্তা হারিয়ে ফেলবো। 

ইসলাম ধর্মকে পালন করার পূর্বে আল্লাহর সম্পর্কে সঠিক আকীদা রাখতে হবে। আর আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা রাখার ভালো মাধ্যম হচ্ছে পবিত্র কোরআন। কোরআনের মধ্যে রয়েছে আল্লাহর আকার আছে না নাই।

আল্লাহর আকার আছে না নাই। আল্লাহ নিরাকার না আল্লাহর আকার আছে।

এই আর্টিকেল গুলি পড়ুন। 

আল্লাহর আকার আছে। পবিত্র কোরআন আল্লাহর আকারের কথা বলছে।

আল্লাহর আকার আছে এর কিছু আয়াত দেওয়া হল।-- বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব। আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান (৬৭:১)

আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবীই থাকবে তাঁর মুষ্টিতে এবং আকাশসমূহ তাঁর ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র, তারা যাদেরকে শরীক করে তিনি তাদের ঊর্ধ্বে।(৩৯:৬৭)

এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় যে আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, কিন্তু আল্লাহর আকার বা হাত নভোমন্ডল ও ভূমণ্ডলের কোন কিছুর সাদৃশ্য না একেবারেই সম্পূর্ণ আলাদা। 

তাই আমাদের সকলের এই আকীদা থাকা উচিত যে আল্লাহর আকার আছে বা হাত আছে কিন্তু মানুষের মতন না সম্পূর্ণ আল্লাহর মতন।

এই আর্টিকেল গুলি পড়ুন। 


0 $type={blogger}