জয়তুন তেল খাওয়ার নিয়ম।

জয়তুন নামটি আরবী। জয়তুনকে বাংলাতে জলপাই বলা হয়। আর ইংরেজিতে অলিভ বলা হয়। জয়তুন ফল থেকে জয়তুন তেল তৈরি হয়। এই জয়তুন তেল খাওয়া নিয়ে কিছু আলোচনা করা হয়েছে।

জয়তুন তেল খাওয়ার নিয়ম।

জয়তুন তেলের প্রকারভেদ।

সাধারণত জয়তুন তেল বাজারে চার প্রকার পাওয়া যায়। যেমন- Extra Virgin, Pure Olive, Extra Light, Pomace Oil. জয়তুন ফল মেশিনে দেওয়া পর প্রথম প্রেসে যে তেল বেরিয়ে আসে ওই তেলকে Extra Virgin বলা হয়। প্রথম প্রেসের ফল গুলো পুনরায় মেশিনে দেওয়া পর যে তেল বেরিয়ে আসে ওই তেলকে Pomace Oil বলা হয়। Extra Virgin তেলকে রিফাইন করে Pure Olive, Extra Light তেল তৈরি করা হয়।

জয়তুন তেল কিভাবে ব্যবহার করতে হয়।

Extra Virgin তেল সাধারণত কাঁচা ব্যবহার করতে হবে। যেমন- রান্না করার পর, সালাদ, চুল মালিশ ইত্যাদি।

Pure Olive তেল কেবল মাত্র শরীর মালিশের ক্ষেত্রে ব্যবহার হয়।

Extra Light তেল অল্প সময়ের জন্য যে ভাজাভুজি গুলো করা হয়। যেমন- ডিম পোজ, মাছ ভাজা ইত্যাদি।

Pomace Oil ব্যবহার হয় যে খাবার গুলো দীর্ঘ সময় ধরে ভাজাভুজি করতে হয়। যেমন- পাকুড়া, চপ, পিঁয়াজি ইত্যাদি।

কোন প্রশ্ন থাকলে বা আপনার মতামত জানানোর জন্য কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না।

এই আর্টিকেল গুলো পড়ুন।