সূরা আল-ইমরান আয়াত ১৮ বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করুণ।

সূরা আল-ইমরান আয়াত নম্বর ১৮ এই আয়াতটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ- এই আয়াতে আল্লাহ নিজেকে সাক্ষ্য করে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

যে বার্তাটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই বার্তাটি সূরা আল-ইমরান আয়াত নম্বর ১৮ এর ফজিলত। এই আয়াতে আল্লাহ নিজেকে সাক্ষ্য দিয়ে বলছেন যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। নীচে সূরা আল-ইমরান আয়াত ১৮ বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হল।

সূরা আল-ইমরান আয়াত ১৮ বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করুণ।

সূরা আল-ইমরান আয়াত ১৮ আরবি।

 شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۙ وَ الۡمَلٰٓئِکَۃُ وَ اُولُوا الۡعِلۡمِ قَآئِمًۢا بِالۡقِسۡطِ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ

সূরা আল-ইমরান আয়াত ১৮ বাংলা উচ্চারণ।

শাহিদাল্লা-হু আন্নাহু লা ইলা-হা ইল্লা-হুওয়া ওয়াল মালাইকাতুওয়া উলুল ‘ইলমি কাইমাম বিলকিছতিলাইল্লা-হা ইল্লা-হুওয়াল আঝীঝুল হাকীম।

সূরা আল-ইমরান আয়াত ১৮ বাংলা অনুবাদ।

আল্লাহ সাক্ষ্য দেন যে, তিনি ছাড়া কোন ইলাহ নেই, আর ফেরেশতা ও জ্ঞানীগণও। তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত। তিনি ছাড়া কোন ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। 

এই আয়াতের পর আর আমাদের কোন মানুষের সাক্ষ্যর প্রয়জন নেই যে এই বিষয়ে কি বলে না বলে। কারণ এই আয়াতে আল্লাহ নিজে সাক্ষ্য দিয়ে বলেছেন। আর এটা আমাদের জন্য যথেষ্ট।

এই আয়াত গুলো পড়ুন।