সূরা আল ইমরান আয়াত ১৯ বাংলা উচ্চারণ ও অনুবাদ।

সূরা আল ইমরান আয়াত ১৯ বাংলা উচ্চারণ ও অনুবাদ সম্পর্কে আমরা অবগত হবো ইনশাল্লাহ। সূরা আল ইমরান এর ১৯ নম্বর আয়াতটি খুব গুরুত্বপূর্ণ। এই আয়াতে আল্লাহ আমাদের কে সম্বোধন করে বলছে যে- 

নিশ্চয় আল্লাহর নিকট বিচার হচ্ছে শান্তি। আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের নিকট জ্ঞান আসার পরই তারা মতানৈক্য করেছে, পরস্পর বিদ্বেষবশত। আর যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরী করে, নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত।

সূরা আল ইমরান আয়াত ১৯ আরবি, বাংলা উচ্চারণ ও অনুবাদ নীচে দেওয়া হল। 

সূরা আল ইমরান আয়াত ১৯ বাংলা উচ্চারণ ও অনুবাদ।

সূরা আল ইমরান আয়াত ১৯ আরবি।

اِنَّ الدِّیۡنَ عِنۡدَ اللّٰهِ الۡاِسۡلَامُ ۟ وَ مَا اخۡتَلَفَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ اِلَّا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَهُمُ الۡعِلۡمُ بَغۡیًۢا بَیۡنَهُمۡ ؕ وَ مَنۡ یَّکۡفُرۡ بِاٰیٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِیۡعُ الۡحِسَابِ

সূরা আল ইমরান আয়াত ১৯ বাংলা উচ্চারণ।

ইন্নাদ্দীনা ‘ইনদাল্লা-হিল ইছলা-মু ওয়ামাখতালাফাল্লাযীনা ঊতুল কিতা-বা ইল্লা-মিম বা‘দি মা-জাআহুমুল ‘ইলমুবাগইয়াম বাইনাহুম ওয়ামাইঁ ইয়াকফুর বিআ-য়া-তিল্লা-হি ফাইন্নাল্লা-হা ছারী‘উল হিছা-ব।

সূরা আল ইমরান আয়াত ১৯ বাংলা অনুবাদ।

নিশ্চয় আল্লাহর নিকট বিচার হচ্ছে শান্তি। আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের নিকট জ্ঞান আসার পরই তারা মতানৈক্য করেছে, পরস্পর বিদ্বেষবশত। আর যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরী করে, নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত।

এই আয়াত গুলো পড়ুন।