উপসংহার।

ইনশা-আল্লাহ এই গবেষণা সমস্ত মানুষকে সর্বশক্তিমান স্রষ্টার নৈকট্য লাভে সাহায্য করবে। এই গ্রন্থে কেবলমাত্র বিশাল হিমশৈলের অগ্রভাগ উপস্থাপিত হয়েছে। 

কোনও কোনও মানুষ দশটা চিহ্ন দেখেই সত্যপথে আসতে পারে, কেউ একশােটা চিহ্ন দেখে সত্যপথে আসতে পারে। আবার কেউ হাজারটা চিহ্ন দেখেও সত্যকে আলিঙ্গন করতে ইচ্ছুক হয় না। পবিত্র কোরআনে এই সংকীর্ণ মনের মানুষদের নিন্দা করা হয়েছে।

সূরা বাকারাহ’য় আছে - “তারা বধির, বােবা, অন্ধ; সুতরাং তারা ফিরবে না।”(২ নং সূরা , আয়াত ১৮)

সমস্ত প্রশংসা নিখিল জগতের প্রতিপালক আল্লাহর। একমাত্র তিনিই উপাসনার যােগ্য। আমরা কেবল তারই ইচ্ছার কাছে আত্মসমর্পণ করি। পরিশেষে প্রার্থনা করি আল্লাহ যেন এই বিনম্র প্রয়াসকে গ্রহণ করেন, আমাদের ক্ষমা করেন এবং সরল সঠিক সত্যপথে পরিচালিত করেন। আমিন!!

ইসলাম গ্রহণ করার নিয়ম।

 ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য - সূচিপত্র।